আমাদের সাহিত্য সমাজ

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৪:৩৫ সন্ধ্যা

আমাদের বলতে আজ দ্বিধা নেই যে, সাহিত্য আজ আর কলুষমুক্ত নয়, আজ কিছু সংখ্যাগরিষ্ঠ লোভী অসাধূদের কবলে পড়ে সাহিত্যের হাবুডুবু অন্তহীন, আজ উচ্চভীলাসী কৃত্রিম সাহিত্যিকরা গ্রাস করে চলেছে বাংলার সোনালী সাহিত্যকে। দিনের পর দিন বদলাতে শুরু করেছে সাহিত্যের পেক্ষাপট। সাহিত্যের নামে ভন্ডামী, পদকের নামে ফাঁসির দঁড়ি এখন আমাদের নিত্য দিনের সঙ্গি। পাঠকের চেয়ে সাহিত্যিকের সংখ্যা বেশি হয়ে দাড়িয়েছে। তাই আশার আলো ফোটানো এখন দুরাশা কোন এক বিষয় ছাড়া আর কিছুই নয়। কেননা আমার বই প্রক্ষান্তরে আমাকেই পড়তে হবে। এই গো ধরে বসে থাকলে বাংলা সাহিত্যকে আর কোনদিন কোন ভালমানের সুনাম বহন করে আনতে হবে না, কোনদিন নিজের পায়ে ভর করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে হবে না, আঁধার পেরিয়ে আনতে হবে না সাহিত্যের আর একটি সোনালী সকাল। কেননা, আমরাওতো আজ তাদের দলেরই অন্তর্ভূক্ত। আমারাও আজ নিজের নামের প্রসংশা দিয়ে ব্যস্ত। যেখানে হাজার মানুষ না খেয়ে মরতে বসেছে, আমরা সেখানে সাহিত্য দিয়ে ইমারত নির্মানে তৎপর। কি হবে এই সাহিত্য দিয়ে ?

বিষয়: সাহিত্য

৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File